Monday, October 13, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিল দেলদুয়ার উপজেলা বিএনপি

টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিল দেলদুয়ার উপজেলা বিএনপি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনকে সমর্থন দিয়েছে দেলদুয়ার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হামিদুল হক মোহন আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন। এ সময় দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চাঁন খাঁ, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন নির্ভর, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, টাঙ্গাইলের অতি কাছের উপজেলা দেলদুয়ার ও নাগরপুরে দীর্ঘ সাড়ে পাঁচ দশকেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা হিসেবে হামিদুল হক মোহনকে প্রয়োজন বলে তারা মনে করেন। তারা আশা প্রকাশ করেন, মোহন নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য