স্টাফ রিপোর্টার
রাজধানীর মোহাম্মদপুর টু বছিলা সড়কটি বর্তমানে অবৈধ ভাসমান দোকানের কারনে জনগনের দূর্ভোগে পরিনত হয়েছে। প্রতিদিন এই সড়ক হয়ে মোহাম্মদপুর বাসস্টান্ড হয়ে হাজার হাজার লোক গাবতলী, সদর ঘাটের বাবু বাজার ব্রীজ এবং কেরানীগঞ্জ যাতায়াত করছে। যাত্রীবাহী বাস, টেম্পু, অটো রিক্সা যাত্রী বহনকরে। অথচ সাধারন মানুষ অবৈধ ভাসমান দোকানের কারনে নির্বিঘ্নে চলাচলকরতে পারছে না।

সম্প্রতি উক্ত রাস্তার বড় বড় অফিস ভবনের সামনে অবৈধ ভাসমান দোকানের কারনে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে যাতায়াতে মারাত্নক অসুবিধার সমুক্ষিন হচ্ছে। অফিসের সামনে রাস্তায় প্রায় অবৈধ ভাসমান দোকানের কারনে সৃষ্টি হয় মারাত্নক যানজটের। বচিলা রোডের এগ্রো টাওয়ারের পক্ষ থেকে গত ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের জন্য আবেদন করেছেন। এবং অনুলিপি ১। উপ পুলিশ কমিশনার, তেজগাঁও ডিভিশন, ঢাকা।, ২। সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগ, মোহাম্মদপুর, ঢাকা।, ৩। অফিসার ইনচার্জ, মোহাম্মদপুর থানা, ডিএমপি, ঢাকাকে দেওয়া হয়েছে। এগ্রো টাওয়ার সেনা ইন্স্যুরেন্স, গ্লোবাল ব্যাংক ও ম্যাক্স ডায়াগনষ্টিক কতৃপক্ষ দাবী করেন তাদের অফিসে বিদেশী ও দেশী কোন ক্লিইন্ট এই অফিসে আসার সময় অবৈধ ভাসমান দোকানের কারনে বাধাগ্রস্থ হন। অনেক ক্ষেত্রে তারা বিব্রত বোধ হন।
এলাকার সাধারন জনগনও অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করার জোর দাবী জানান।