টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। আরেক শিশু এখনো নিঁখোজ। ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।
জানা গেছে, দুপর একটার দিকে মেহেদি হাসান ও আদিব দুইবন্ধু নদীতে নামে মাছ ধরার জন্য। এ সময় দু’জনই স্রোতে ভেসে যায়।
খবর পেয়ে দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা বেলা সাড়ে তিনটার দিকে মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। অপর শিশু আদিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে।