Monday, October 13, 2025
Homeবিনোদনরেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা হলো

রেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা হলো

কবি রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন । ২১ সেপ্টেম্বর, ২০২৫, রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে আগামী এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

রেজাউদ্দিন স্টালিন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে ১৯৬২ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার প্রতি তার আগ্রহ ছিল। আট বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেন এবং ১৯৭০ সালে তা শতদল পত্রিকায় প্রকাশিত হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নজরুল ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেছেন। তার কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। ২০০৬ সালে কবিতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য