Friday, November 28, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে সখিপুর উপজেলা বিএনপি সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি

টাঙ্গাইলে সখিপুর উপজেলা বিএনপি সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এদিকে এ সিদ্ধান্তের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (কেন্দ্রীয় দপ্তর), বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে প্রেরণ করা হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য