টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে চত্বর থেকে বের হয়। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুলতান সালাউদ্দিন টুকু সহ জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরাদ ইকবাল প্রমূখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।