গাজীপুর মহানগরীর টঙ্গীতে বুধবার ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ওই তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের কর্মীরা প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার শহিদুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নির্ধারণ করা যাবে বলে জানান স্টেশন অফিসার ইকবাল হাসান।