Saturday, August 2, 2025
Homeঅপরাধলালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার,...

লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

জাহিদ দুলাল, লালমোহন(ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ও ওসি (তদন্ত) মাসুদ হাওলাদারের নির্দেশে এসআই ইউসুফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সকালে লালমোহন থানায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদকমুক্ত রাখতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য