Sunday, August 3, 2025
Homeবাণিজ্যবইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার মূল মঞ্চে তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ বছরের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’। প্রধান উপদেষ্টা বলেন, একুশ আমাদের পথ দেখায়। তিনি বলেন, একুশের টান বয়সের ঊর্ধে, প্রজন্মের ঊর্ধে। তিনি মন্তব্য করেছেন, একুশের টানে ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে।

তিনি বলেন, বইমেলা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ গয়ে উঠেছে। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। উদ্বোধন ঘোষণার পর প্রধান উপদেষ্টা বইমেলা ঘুরে দেখেন।

এ বছর বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে-একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে করা হয়েছে, সেখানেপ্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য