Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামভোলা-৩ আসনের সাবেক সাংসদ শাওন ভারতে বসে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে...

ভোলা-৩ আসনের সাবেক সাংসদ শাওন ভারতে বসে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:  

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ভারতের কলকাতায় পালিয়ে থেকে মিথ্যা অপপ্রচার ও হীন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন হাওলাদার।

তিনি বলেন, গত ১৬ জানুয়ারী দিবাগত রাতে পূর্ব চরলক্ষ্মী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। রাতেই তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছাত্র জনতার গণঅভ্যূত্থানে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নানা অপকর্মে ঘৃণিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ভারতের কলকাতায় পালিয়ে থেকে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ দুর্ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপি’র কর্মীরা মাহাবুরের উপর হামলা করে আহত করেছে বলে প্রচার করার অপচেষ্টা করে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাংসদ শাওনের অডিও ক্লিপটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক সাংসদ শাওনের ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যকে লালমোহন-তজুমদ্দিনের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক মাহাবুব আলমের পরিবারের পক্ষ থেকে তার শ্যালক মোঃ সুমন ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যে কেউ যাতে বিভ্রান্ত না হয় সে জন্য তার ব্যক্তিগত ফেসবুক পেজে সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া বক্তব্যকে নিরেট মিথ্যাচার বলে পোষ্ট দিয়েছেন। ফেসবুক পোষ্টে তিনি দাবী করেছেন আহত শিক্ষক মাহাবুব আলম চিকিৎসার সমস্ত খরচ পারিবারিকভাবে বহন করা হচ্ছে। সাবেক সাংসদ শাওন কর্তৃক শিক্ষক মাহাবুবের চিকিৎসা করানোর দাবী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য প্রনোদিত ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যটি আমরা কালমা ইউনিয়ন বিএনপি ঘৃণাভরে প্রত্যাখান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, মো. সোহেল আজিজ শাহীন, মো. শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক ঝান্টুসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য