Sunday, August 10, 2025
Homeআইন-আদালতটাঙ্গাইলে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

টাঙ্গাইলে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ। তারা গতকাল সকালে প্রতিষ্ঠা বার্ষিকীতে ঝটিকা মিছিলে শ্রদ্ধা নিবেদন করে পালিয়ে যান   ।

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত দুজন হলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের  সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ন সাধারণ সম্পাদক  রাহাত। জানা যায়, শনিবারে (৪জানুয়ারী) সকালে শহরের মেইনরোড অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের অফিসের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরালের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। 

স্থানীয় কয়েকজন জানায়,ভোর সকালে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোকজন একটি ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়, পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এদিক সেদিক চলে যায়। সেসময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের আহবায়ক ওয়ারেছুল হক তানজীল সহ শহর ও সদর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এবিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসাবে আখ্যায়িত হয়েছে। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  সেই নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ আজকে ফুল দিয়েছে। এটি সরকারের কঠোর নজরদারিতে রাখা উচিত ছিল। তাই সরকারের উচিত এই নিষিদ্ধ দলের  সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককেই  দ্রুত গ্রেফতার করা উচিত। তা না হলে এটার দায় ভার সরকারকে নিতে হবে। বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। তবে সংগঠনেরকাউকেই পাওয়া যায়নি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য