Monday, October 13, 2025
Homeদেশগ্রামবন্যার্তদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস

টাঙ্গাইল প্রতিনিধি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) । সংস্থাটি ৬ কোটি টাকার প্রাথমিক  তহবিল নিয়ে বন্যার্তদের সহায়তার জন্য কাজ শুরু করেছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে তাদের এক দিনের বেতন ও  প্রতিষ্ঠানের বাজেট থেকে অর্থ  প্রস্তুত করা  হয়।  গত বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন এসএসএস’র কর্মকর্তারা।
টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রান সহায়তায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রতিষ্ঠানটি দিয়েছে এক কোটি টাকা। আর বাকি ৫ কোটি টাকা সরাসরি বন্যার্তদের ত্রান সহায়তায় ব্যায় করা হচ্ছে।

টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় সংস্থার নিজস্ব ভবনের  কর্মী বাহিনী-কর্মকর্তারা শুকনা খাবারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্যাকেটজাত কাজে নিয়োজিত রয়েছে।  এরমধ্যে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, চিনি, চিড়া, লবন, বিষ্কুট, খেজুর, শিশুদের জন্য গুড়া দুধ, খাবার স্যালাইন, মোমবাতি ও লাইটার রয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য