Saturday, August 2, 2025
Homeসড়ক দুর্ঘটনাটাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল 

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত। জেলায় কালিহাতীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দু’জন নিহত হয়ে। অপরদিকে ঘাটাইল উপজেলায় মাটি বোঝাই ডামট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে।ময়মনসিংহ আঞ্চলিক সড়কে টিটু খা নামের একজন নিহত হন। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় ১৩ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গোহালিয়াবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুস ছাত্তার (৩৫) এবং একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুল মমিন (৩৬)। এদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যানচালক ও আব্দুল মমিন অটোভ্যানের যাত্রী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে অজ্ঞানামা একটি গাড়ি চাপ দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনটি সামনে থাকা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোভ্যানচালক ও তার যাত্রী মারা যায়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাসটিকেও জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য