Sunday, August 3, 2025
Homeদূর্ঘটনামাভাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন

মাভাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল 
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় একাডেমিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আগুন লাগে।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক।
মাভাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক আরও বলেন, বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে দ্বিতীয় একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে আইপিএস থেকে আগুন লাগে। পরে কয়েকটি এসিতেও আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে  ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই কক্ষে থাকা কিছু এসি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানান প্রক্টর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য