শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পটল বাজারে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর জনসভা শেষে টাকা নিয়ে বাগাবাগি করার সময় দুই পক্ষের সংঘর্ষের সময় ভিডিও ধারণ করার সময় সাংবাদিকদের লাঞ্ছিত ও হুমকি প্রদান করেছে স্থানীয়রা। আজ বিকালে পটল স্কুল মাঠে এ ঘটনা ঘটে।এসময় কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লাল মাহমুদের ছেলে মাসুদের নের্তৃত্বে কয়েকজন মিলে সাংবাদিকদের লাঞ্ছিত ও হুমকি প্রদান করে।আনন্দ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী বলেন,জনসভার সংবাদ শেষ করে ফিরছিলাম। তখন দেখলাম পটল স্কুল মাঠে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হচ্ছে। ওই সময়ে ভিডিও ধারণ করার সময় মাসুদ নামে একজন আমার ও কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোল্লা মুশফিকুর মিল্টন ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি হারুনুর রশীদের মোবাইলটি কেড়ে নিতে চায়। এক পর্যায়ে তারা আমাদের ধাক্কিয়ে লাঞ্ছিত করে।পরে আশে পাশের মানুষ জন এগিয়ে আসলে আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে কালিহাতী থানায় মোল্লা মুশফিকুর মিল্টন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে।