Sunday, August 3, 2025
Homeদূর্ঘটনাকুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে ৭৬ পোশাক শ্রমিক আহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে ৭৬ পোশাক শ্রমিক আহত

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় আজ শনিবার সকাল ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা জানান, এই পর্যন্ত ৭৬ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমির শার্টস লিমিটেড কারখানা থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন শ্রমিকেরা।

স্থানীয়রা জানায়, কারখানাটি তিন তলার। ভূমিকম্পের পর পোশাক কারখানা থেকে দ্রুত বের হওয়ার সময় আহত হন শ্রমিকরা। কয়েকজন অভিযোগ করেন, ঘটনার সময় কলাপসিবল গেট তালাবদ্ধ ছিল। চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য