১৫০০ টাকার জন্য বাড়িওয়ালার হাতে ভাড়াটিয়া খুন

নারায়ণগঞ্জে ১৫০০ টাকা বকেয়া বাড়িভাড়া না দেয়ায় বাড়িওয়ালার হাতে মেহেদী হাসান (৫২) নামে এক ভাড়াটিয়া খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাড়িভাড়ার বকেয়া ১৫০০ টাকার জন্য বাড়ির মালিক এতিম সুজনের ভাই রানার সঙ্গে মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। ওই সময় রানা ধাক্কা দিয়ে মেহেদী হাসানকে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। আহত মেহেদীকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিবারের দাবি তাকে বাড়িওয়ালা মারধর করার কারণেই এমন ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, বাড়িভাড়াকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে বাড়িওয়ালা রানা ভাড়াটিয়া মেহেদী হাসানকে ধাক্কা দিলে তিনি আহত হন। ওই সময় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার সময় স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। তবে লাশ ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here