Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে মানুষের কঙ্কালসহ যুবক আটক

টাঙ্গাইলে মানুষের কঙ্কালসহ যুবক আটক

শফিকুজ্জামান খান মোস্তফা,  টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে কবর থেকে মানুষের হাড়গুড় তুলে পাচারের সময় এক যুবককে  আটক করে স্থানীয়রা ।আটককৃত ওমর আলী উপজেলার গুবুদিয়া গ্রামের মৃত সোবাহান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে নৈশ প্রহরীর হাতে যুবকটি আটক হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করেন।


বাজারের নৈশ প্রহরী বয়েস উদ্দিন জানান, প্রায় ভোরের দিকে কাদা মাটি মাখা শরীরে ওমর আলী ছালায় ভরা মানুষের কঙ্কাল নিয়ে মাগন্তিনগর(উত্তর দিক) দিক থেকে মোটেরবাজারে আসে।
এসময় তাকে জিজ্ঞাসাবাদে ছালায় কচু থাকার কথা জানায় ওমর। মাদকাসক্ত ওমর আলীর কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় চ্যালেঞ্জ করে ছালা খুলে মানুষের কঙ্কাল মেলে। ডাকাডাকি ও কথা কাটাকাটির শব্দে বাজারের অনেকেই ছুটে  আসেন। 


এরপর বাজারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ  সকাল ৮ টার দিকে  আটক করে  থানায় নিয়ে যায়।

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কেউ নাকি তাকে হাজার পনের’শ টাকার চুক্তিতে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করিতে বলেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য