Friday, November 14, 2025
Homeদেশগ্রামলালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা

লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

“সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় এমপি শাওন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গ্রামীণ জনপদেও ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে শহর থেকে গ্রাম ও চারাঞ্চলের সব যায়গায় উন্নয়ন হয়েছে। মানুষ এখন গ্রামে বসেই শহরের সকল সেবা পাচ্ছে।সরকার তৃণমূল পর্যায়ে সেবা পৌছে দিতে স্থানীয় সরকারকে ঢেলে সাজিয়েছেন।  

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল আমিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মমকর্তা ও কর্মচারিরা। পরে মেলার বিভিন্ন দপ্তরের মোট সাতটি স্টল পরিদর্শন করেন এমপি শাওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য