টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে প্রতিবন্ধি শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরন ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতেপুর রান ডেভেলপমেন্ট অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের হাতে সহয়ক উপকরণ তুলে দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী। এসময় ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারাও বিতরন করেন তিনি।
শামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রান ডেভেলপমেন্ট অষ্টিটিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মহব্বত হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া নাসরিন ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর আলম সিদ্দিকী ও ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ পারভেজ ।
প্রধান অতিথি বিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং এ বিদ্যালয়ের উন্নয়নে সাধ্যমত সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠনে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, অভিবাবক, শিক্ষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।