Wednesday, January 14, 2026
Homeআইন-আদালতফ্লাইটের সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা জব্দ

ফ্লাইটের সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা জব্দ

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা জব্দ করা হয়েছে। এগুলোর মালিক এখনও খুঁজে পাওয়া যায়নি।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনাগুলো জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির সোনার সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার সোনার বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এআরও সারোয়ার কবীর।সারোয়ার কবীর আরও জানান, উদ্ধার সোনার পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য