ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদের মনোনিত প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ মনোনিত প্রার্থীর মনোনয়য় পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (১৮ জুন) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার মনোনয়ন বাছাইকালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জিএম কাদের মনোনিত প্রার্থী সিকদার আনিসুর রহমানকে জাতীয় পার্টির প্রার্থী একমাত্র বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী দাবিদার বেগম রওশন এরশাদ মনোনিত প্রার্থী মো. মামুনূর রশিদের মনোনয় পত্র বাতিল করেন দেন তিনি। এর ফলে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতিক পাচ্ছেন জিএম কাদেরের মনোনিত প্রার্থী সিকদার আনিসুর রহমান। আগামী ২৬ জুন প্রতিক বরাদ্ধের দিন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জিএম কাদের মনোনিত প্রার্থী সিকদার আনিসুর রহমানকেই লাঙ্গল প্রতিক বরাদ্ধ দেবে নির্বাচন কমিশন। এর মধ্যে দিয়ে জিএম কাদের পন্থী জাতীয় পার্টির সর্বস্থরের নেতাকর্মীরা যেমন সোস্যাল মিডিয়ায় স্ট্যার্টাস দিয়ে উল্লাস প্রকাশ করছেন। তেমনি রওশন এরশাদপন্থী বলে পরিচিত নেতাকর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছে।
উল্লেখ্য, লাঙ্গল প্রতিক দাবী করে রওশন এরশাদের প্রার্থী মনোনিত মো: মামুনুর রশিদ মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। অপর দিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সিকদার আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেন। এই নিয়ে গত কয়েক দিন জাতীয় পার্টির অভ্যন্তরে নানা আলোচনা শুরু হয়েছিলো, দেশের প্রথম সারীর গণমাধ্যমে শিরোনাম হয়েছে , কে পাচ্ছে লাঙ্গল, জি.এম কাদের না রওশন এরশাদের প্রার্থী। রোববার (১৮ জুন) নির্বাচন কমিশন কতৃক রওশন এরশাদের প্রার্থীর মনোনয়ন বাতিলের মধ্যে দিয়ে লাঙ্গল প্রতিক যে জি.এম কাদেরর কাছে থাকছে তা পুরোপুরি নিশ্চিত বলে মনে করছেন দলটির সর্বস্থরের নেতাকর্মীরা।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জিএম কাদের মনোননিত প্রার্থী সিকদার আনিসুর রহমান ছাড়া ও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে , আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম ( চেয়ারম্যান মনোনীত), গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর (মহাসচিব মনোনীত), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমানের প্রার্থীতা।