লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের সাবেক অধ্যাপক, ফরাজগন্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, নুরুল ইসলাম চৌধুরী কলেজের দায়ীত্বপ্রাত্ব অধ্যক্ষ মুরাদ ও করিমুন্নেছা মহিলা কলেজের প্রভাষক এনামু্ল হাসানের বাবা জনাব তোফায়েল আহমেদ আজ সন্ধায় ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহী – – রাজেউন)।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
তিনি তোফায়েল চেয়ারম্যান হিসেবেই এলাকায় বেশী পরিচিত ছিল।তার রাজনৈতিক বৈশিস্ট অত্যন্ত পরিছন্ন ও প্রতিহিংসা বিহিন।যা আজ অনুপুস্থীত বলেই মনে করছে বর্তমান সমাজ। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।