লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- ১০টি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, ২জন পঙ্গু মুক্তিযোদ্ধা ও ১০৮ জন বীরমুক্তিযোদ্ধা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুরুতে তাঁদের ফুল দিয়ে বরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পরে এসব শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদেরকে পুরষ্কার প্রদান করা হয়।


















