Monday, August 11, 2025
Homeআইন-আদালতসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তিনজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি ৩ জন হলেন—জনাব মো. আশফাকুল ইসলাম, জনাব মো. আবু জাফর সিদ্দিকী ও জনাব জাহাঙ্গীর হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে তাদের শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করিয়াছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে। সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পড়াবেন। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বর্তমানে ছয় বিচারপতি রয়েছেন, যাদের মধ্যে একজন দীর্ঘদিন ধরে ছুটিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য