নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম র্যাঙ্কিং হালনাগাদেই তিনি ফিরে পেলেন জায়গা। আবারও ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার এখন সাকিব। পাকিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষে বুধবার ওয়ানডের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন শীর্ষে। ওয়ানডেতে সাকিবের জায়গায় শীর্ষে উঠে যান তখন মোহাম্মদ নবি। এখন সাকিবকে ফের জায়গা দিয়ে এই আফগান অলরাউন্ডার নেমে গেছেন দুইয়ে। রেটিং পয়েন্টে সাকিবেরে চেয়ে অনেকটা পেছনে তিনি (৩০১)।
জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েও সংশ্লিস্ট কতৃপক্ষকে না জানানায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। র্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা তার বেশি সময় নিষিদ্ধ হলে র্যাঙ্কিংয়ের বাইরে রাখা হয় তাকে। তিন সংস্করণেই র্যাঙ্কিং থেকে তাই কাটা পড়ে সাকিবের নাম। সাকিবের নিষেধাজ্ঞার এই সময়টায় অবশ্য কেবল তিনটি ওয়ানডে ম্যাচই খেলেছে আফগানিস্তান। সেটিও গত বছরের নভেম্বরে।




















