Monday, August 11, 2025
Homeআন্তর্জাতিকপিটিআই কিছু ভুল করেছে, অতীতের এসব ভুলের ‘চড়া মূল্য’ দিতে হয়েছেঃ ইমরান...

পিটিআই কিছু ভুল করেছে, অতীতের এসব ভুলের ‘চড়া মূল্য’ দিতে হয়েছেঃ ইমরান খান

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ক্ষমতায় থাকাকালে তার দল পিটিআই কিছু ভুল করেছে। অতীতের এসব ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। মঙ্গলবার লাহোরে দলীয় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। খবর ডনের।তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে দলের ‘আদর্শিক’ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পাকিস্তানের সম্প্রতি সংকটের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ইমরান খান বলেন, বিদেশিদের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে।

তিনি বলেন, পিটিআই ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে সুপ্রিমকোর্টে গেছে। সেখানে দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে— পার্লামেন্টে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও তাদের কারাগারে পাঠানো উচিত। ইমরান খানের ভাষায়, ‘আজ যদি আমরা এ বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে না দাঁড়াই তা হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য