Friday, November 28, 2025
Homeআইন-আদালতকক্সবাজারের টেকনাফ থেকে এক লক্ষাধিক পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ থেকে এক লক্ষাধিক পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শনিবার ভোরে এক লক্ষাধিক পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা ওই ইয়াবার চালানসহ তাকে আটক করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফ উপজেলা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাইট্যংপাড়া এলাকায় অভিযানে যান কোস্টগার্ড সদস্যরা। এসময় উক্ত এলাকা থেকে এক লাখ ৩৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক কর হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য