গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু বোঝাই লরির সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাজেদা খাতুন (৫৫) ও বকুলা খাতুন (৫০) নামে দুই নারী নিহত হয়েছেন। একই ঘটনায় হালিম খান (২৫) নামে অপর একজন আহত হয়।
আজ শনিবার বেলা পৌনে ১২টায় গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ বাজার সংলগ্ন রাওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মাজেদা খাতুন উপজেলার যশরা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আব্দুর রব মিয়ার স্ত্রী। তিনি ব্যাটারিচালিত লরি-অটোরিকশায় স্বামীর বাড়ি থেকে যশরা গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। আর বকুলা খাতুন চর আলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তিনিও একই রিকসায় রাওনা গ্রামে ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে মাজেদা খাতুন, বকুলা খাতুন ও হালিম খান নামে তিন যাত্রী নিয়ে গফরগাঁও-ভালুকা সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাজেদা খাতুন ঘটনাস্থলে নিহত হন এবং বকুলা খাতুনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। অপর যাত্রী হালিম খান গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, লরি চালক ইচ্ছে করলে লোকগুলোকে বাঁচাতে পারতো। কিন্তু ঘটনার সময় চালক লরি চালু রেখেই পালিয়ে যাওয়ার কারণে অটোরিকশার দুই যাত্রী চাপা পড়ে মারা গেছেন।
রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনা। লরি ও অটোরিকশার বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনাস্থল থেকে মাজেদা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। বকুলা খাতুনকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। তার লাশ আনা হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


















