Sunday, August 3, 2025
Homeনির্বাচনঢাবির ডিন নির্বাচনে আওয়ামীপন্থী নীল দল জয়ী

ঢাবির ডিন নির্বাচনে আওয়ামীপন্থী নীল দল জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ১০টি অনুষদের সবকটিতেই জয়ী হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল মনোনীত প্রার্থীরা। ঢাকা  বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনার পর নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন ফল ঘোষণা করেন। এতে নীল দলের ১০ জন প্রার্থী বিজয়ী হন।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৩টি অনুষদ রয়েছে। অভ্যন্তরীণ ১০টি অনুষদ বাদে অন্য তিনটি অনুষদ পরিচালনা করেন সরকার মনোনীত ডিনরা। ওই তিনটি অনুষদ হলো শিক্ষা অনুষদ, ওষুধ অনুষদ এবং পোস্টগ্রাজুয়েট চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদ। ডিনবৃন্দ দুইটি শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য