Wednesday, January 14, 2026
Homeআন্তর্জাতিকপোয়েনজিৎ থে‌কে যেভাবে প্রসেনজিৎ হ‌লেন

পোয়েনজিৎ থে‌কে যেভাবে প্রসেনজিৎ হ‌লেন

অনেকটা সময় কোলকাতার বাংলা বাণিজ্যিক ছবিকে প্রায় একাই কাঁধে টেনে নিয়ে যাওয়া। টলিউডের প্রায় সমস্ত নায়িকার সঙ্গে অভিনয়। একের পর এক ব্লকবাস্টার হিট। তখন তিনি দর্শকের চোখে ‘পোয়েনজিৎ’! তাঁর গান, কথা বলার ভঙ্গি, হাঁটা-চলা, অভিনয় সব মিলিয়ে দর্শকেরা তাঁকে এই নামেই ডাকতেন। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম ভেঙে পড়ত তিনি মাচায় এলে। কিংবা শ্যুট করতে গেলে। সেই তকমা সরিয়ে কী করে আস্তে আস্তে বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন? বুম্বাদার এই যাত্রা প্রায় সবারই জানা। কিন্তু অভিনেতা কখনও নিজে বিষয়টি নিয়ে কিছুই বলেননি। অবশেষে এই ‘জার্নি’কে তুলে ধরনের নিজের বয়ানে। বুম্বাদা ফিরে গিয়েছিলেন সাল ২০১১। ঠিক ১১ বছর আগে সেই সময়ে সব চেয়ে বড় বাজেটের ছবি তৈরি হয়েছিল, ‘প্রতিবাদ’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। তিনি তখন অর্পিতা পাল। সঙ্গে রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, লাবণি সরকার প্রমুখ। পরিচালনায় হরনাথ চক্রবর্তী। প্রযোজনায় এসভিএফ। সূত্রঃ আনন্দ বাজার প‌ত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য