Tuesday, October 14, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪, হামলাকারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। এরপর পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত হয় একজন। এরপর ওই হামলাকারী গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় চিজম্যান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে নিহত হয়। তারপর সে ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেকউড শহরে ওই বন্দুকধারী চতুর্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ। এরপর সে একটি হোটেলে প্রবেশ করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি গুলি ছোড়াছুড়ি হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় বন্দুকধারী। পাল্টাপাল্টি গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কেরানি আহত হয়েছেন।

আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য