Monday, August 11, 2025
Homeদেশগ্রামলালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে


জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে পুকুর ও ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা। গত আগষ্ট-সেপ্টেম্বর দুই মাসেই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার দেয়া তথ্যে উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে অন্তত ১০ টি। যার প্রকৃত সংখ্যা আরও অধিক। পানিতে ডুবে মারা যাওয়া এসব শিশুর অনেকেরই বয়স এক থেকে ৫ বছরের ভিতরে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম, ডা. সহরওয়ারর্দী ও ডা. ফয়সাল আহমেদ তৌহিদ একই যুক্তি দিয়ে বলেন, হাসপাতালের জরুরী বিভাগে পানিতে পড়া শিশুদের নিয়ে আসছে স্বজনরা। যা তুলনামূলকভাবে অনেক বেশি।  দেখা যাচ্ছে, অনেক সময় হাসপাতালে আনা হচ্ছে মৃত শিশুদেরও। তবে পরিবারের অসচেতনতার কারণেই এ শিশু মৃত্যু বৃদ্ধি পেয়েছে। তাই পানিতে ডুবে শিশু মৃত্যু কমাতে পরিবারের সদস্যদের অধিক সচেতন হতে হবে। এছাড়াও কোনো শিশু পানিতে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সঠিক চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হতে পারে। তাই কোনো শিশু পানিতে পড়লে তাকে উদ্ধার করে তাৎক্ষনাক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রায় সময় খবর পাচ্ছি পানিতে ডুবে শিশু মৃত্যুর। এরপর পিছনের বড় কারণ হচ্ছে পরিবারের অসচেতনতা। সকলের উচিত বাচ্চা শিশুদের চোখের নজরে রাখা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেছেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এছাড়াও পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণাসহ মাইকিং করা হচ্ছে। আশা করছি এতে করে আগামী দিনগুলোতে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসবে। তবে সকল শিশুর অভিভাবকদের  এবিষয়ে অধিক সচেতন থাকতে হবে, যাতে করে শিশুরা পুকুর বা ডোবার পাড়ে খেলা করতে না পারে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য