Sunday, December 14, 2025
Homeদেশগ্রামলালমোহনে সকল প্রস্তুতি সম্পূর্ণ কাল থেকে শুরু হচ্ছে ২২টি মন্ডপে দুর্গাপূজা

লালমোহনে সকল প্রস্তুতি সম্পূর্ণ কাল থেকে শুরু হচ্ছে ২২টি মন্ডপে দুর্গাপূজা

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ

কালের আমোঘে আবার এসেছে পুন্য শারদীয়দুর্গোৎব। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরসবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গোৎসব। যাবাংলাদেশে দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব নামেপরিচিত। এই পূজাকে সনাতম ধর্মাবলম্বীরাসার্বজনীন পূজা হিসাবে পালন করে থাকে।প্রতিবছরের ন্যায় ভোলার লালমোহন উপজেলার২২টি মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে এই পূজা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এরই মধ্যে শিল্পীদেরহাতের পরশে পূর্ণরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন প্রতিমা।কাল ১১ অক্টোবর ষষ্ঠী বিহীত পূজা দেবীর বোধনআমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে  শুরু হচ্ছে সারদীয়দুর্গোৎসব। এবার দুর্গাদেবী ঘোটকে আগমন করবেনএবং দোলায় গমন করবেন। লালমোহন উপজেলায়আসন্ন দুর্গাপূজা নিরবিঘেœ উৎযাপন করার জন্য ৩স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলেজানান লালমোহন থানার অফিসার্স ইনচার্জমাকসুদুর রহমান মুরাদ। প্রতিটি মন্ডপে নিরাপত্তারস্বার্থে পুলিশ প্রশাসন সর্বোচ্ছ সতর্ক অবস্থানেথাকবে। 

শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে সনাতনধর্মাবলম্বীদের মধ্যে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি।দোকানে নতুন পোশাক থেকে শুরু করে নারীদেরচলছে সাধ্যমত স্বর্নঅলংকার ও প্রয়েজনীয় মালামালক্রয় করা। লালমোহন বাজারের শাড়ীরদোকানগুলোতে দেখা গেছে উপছে পড়া ভীড়। যেনউৎসবের আমেজ চলছে।

লালমোহন উপজেলার পুজা উদযাপন পরিষদেরসাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু বলেন, এ বছরলালমোহন উপজেলার ২২ টি মন্ডপে শারদীয়দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতিসম্পূর্ণ করা হয়েছে।

ভক্ত অনুরাগীরা দাবী করছেন মা দুর্গার আগমনেপৃথিবী থেকে সকল অশুভশক্তির বিনাশ হবে। গড়বেকরোনামুক্ত নতুন সমাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য