Thursday, August 7, 2025
Homeখেলাধুলাকোহলির সিদ্ধান্ত নিয়ে যা বললেন ব্রায়ান লারা

কোহলির সিদ্ধান্ত নিয়ে যা বললেন ব্রায়ান লারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণের অধিনায়ক থাকবেন। এর পর নেতৃত্ব ছেড়ে দেবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

গত বৃহস্পতিবার কোহলির এ ঘোষণায় অবাক হয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারাও।

ক্রিকেট ডটকমের সঙ্গে শনিবার ভার্চুয়াল সাক্ষাৎকারের সময় লারা বলেন, ‘কোহলির এ সিদ্ধান্ত শুনে আমি বিস্মিত হয়েছিলাম। আমি মনে করি সে (কোহলি) অসাধারণ অধিনায়কত্ব করেছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোর বিপক্ষে টিম ইন্ডিয়াকে জিতিয়েছে সে। আর অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সে। এটা দিয়েই টি-টোয়েন্টি অধিনায়কের ক্যারিয়ার শেষ হবে তার। এটি তো নড়েচড়ে বসার মতো খবর। ’

তবে ক্যারিবীয় কিংবদন্তি মনে করছেন, নিজের ও দলের ভালোর কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

লারা যোগ করেন, ‘আসলে সব সংস্করণে কোহলি যে ধরনের মানসিকতা নিয়ে খেলে, আমি মনে করি, মাঝে মাঝে এক ধাপ দূরে সরে যাওয়াটা হয়তো ভালোও হতে পারে। সে ক্ষেত্রে অন্য সংস্করণে আরও বেশি মনোযোগ দিতে পারবে ও।’

কোহলির এমন সিদ্ধান্তের সঙ্গে নিজের খেলোয়াড়ি জীবনকে মেলান ব্রায়ান লারা।

বলেন, ‘খেলোয়াড়ি জীবনে আমাকেও এসব সমস্যার মুখোমুখি হতে হয়েছিল; যার কারণে আমি বেশ কয়েকবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলাম। কারণ এটি খুব, খুব চাপ হয়ে যাচ্ছিল।  আমি নিশ্চিত সিদ্ধান্তটি শুধু কোহলির ব্যক্তিগত নয়। এটি এমন একটি সিদ্ধান্ত, যা ভারতীয় ক্রিকেটকেও সাহায্য করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য