মোকাম্মেল হক মিলন, ভোলা থেকেঃ
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বলেন জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো
ভোটাধিকার এই শ্লোগান কাজে লাগিয়ে ভোলায় ভোটার দিবসে নতুন ভোটার তালিকা তৈরি করা হয়েছে।এসভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক মোঃ রাজীব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজিত হালদার অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন ফজিলাতুন্নেসা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের,জেলা নির্বাচন অফিসার মোঃ শফিকুল হক, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন জাতীয় পরিচয়পত্র ছাড়া সামনে আগামীতে সেবা প্রদান করা হবে না। তাই নির্ভূল ভোটার পরিচয়পত্র করতে ভোটারদের সঠিক তথ্য প্রদান করা জন্য অনুরোধ জানিয়েছেন।