Wednesday, October 15, 2025
Homeখেলাধুলা৯ ইউ‌কে‌টে দক্ষিণ আফ্রিকার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের জয়

৯ ইউ‌কে‌টে দক্ষিণ আফ্রিকার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের জয়

তাস‌কি‌নের দুর্দান্ত বোলিং ও  তামীমের ব্যাটিং তান্ড‌বে   ৯ ইউ‌কে‌টে দক্ষিণ আফ্রিকার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের জয়। আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে প্রথম বারের মত আফ্রিকার মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ।

তা‌মি‌মের ব্যাটিং তান্ড‌ব

দুর্দান্ত বোলিংয়ে কাজটা সহজ করে দিয়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়েছেন মাত্র ১৫৪ রানে। এই ছোট লক্ষ্য টপকানোর দায়িত্ব ভালোভাবে সামলাচ্ছেন ব্যাটাররা। ১৫৫ রানের জবাব দিতে নেমে জয়ের পথে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল মিলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন। দুই ওপেনারের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। ৫২ বলে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। অধিনায়কের সঙ্গে ভালো করেছেন লিটনও। তিনি ৪৮ রানে আউট হয়েছেন। লিটন ফিরলে সাকিবকে দলকে এগিয়ে নিচ্ছেন তামিম।আজ বুধবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৩৭ ওভারে ১৫৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই রান টপকাতে পারলেই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

বল হাতে দারুণ খেলেছেন তাসকিন। ৩৫ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেরা বোলিং। এর আগেরটিও অবশ্য পাঁচ উইকেটের। তবে সেটা হলো ২৮ রানে ৫ উইকেট। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য