Tuesday, August 12, 2025
Homeদেশগ্রাম৩ ঘণ্টার চেষ্টায় ট্রাক থেকে বাবা-ছেলে লাশ উদ্ধার

৩ ঘণ্টার চেষ্টায় ট্রাক থেকে বাবা-ছেলে লাশ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :  

খাগড়াছড়ির গুইমারায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টায় মানিকছড়ি থেকে ছেড়ে আসা সিমেন্ট ভর্তি ট্রাক (চট্রমেট্রো-ট ১২-০৩৩৮) গুইমারার বুদংপাড়া সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

দুঘটনার পর  সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান করে। এ সময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়িতে থাকা অপর দুজন ঘটনাস্থলেই নিহত হন।

তাঁরা হলেন- মানিকছড়ি উপজেলার ব্যবসায়ী জীবন মজুমদার (৫৫) এবং তাঁর ছেলে রাতিফ মজুমদার (১৪)। প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভসের মাটিরাঙ্গা ইউনিটের কর্মীরা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য