মোঃ সোয়েব মেজবাহউদ্দিন
৩৫ বছর বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে লালমোহন পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম। ভোলা লালমোহন উপজেলায় ১৯৯০ সালের ১০ জানুয়ারী ভোলা জেলা পরিষদ হতে লালমোহনে একটি দ্বীতল ভবনের পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম নির্মান করা হয়। তৎকালীন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মেজর (অবঃ) হাফিজউদ্দিন আহেম্মেদ, এমপি এর উদ্ভোধন করেন।
উদ্ভোধনের পর একজন লেইব্রেরীয়ান নিয়োগ দেয়া হয়। লালমোহন পাবলিক লাইব্রেরীর কার্যক্রম শুরু কয়েক মাস ভালভাবেই কার্যক্রম চালু ছিল। ১৯৯৩ সালে লালমোহন মহিলা কলেজের কার্যক্রম পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়ামে চালু করা হয়। তারপর থেকেই লালমোহন পাবলিক লাইব্রেরীর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। জেলা পরিষদ হতে লাইব্রেরীয়ান বিনা কাজে নিয়মিত বেতন ভোগ করে আসছেন।
২০২১৮ সালে নিজস্ব ভবন তৈরী হওয়ার পর লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ লালমোহন পাবলিক লাইব্রেরী ভবন ছেড়ে তাদের নিজস্ব ভবনে চলে যায়। সেই থেকে লালমোহন পাবলিক লাইব্রেরীর পরিত্যাক্ত হয়ে পড়ে থাকে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নোংরা আবর্জনা জমে পাবলিক লাইব্রেরী ভবন, আসে পাসের এলাকা এবং ভবনের পাশের একটি টিনসেট ধ্বংস স্তুপে পরিনত হয়।

গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ লালমোহনের সাহায্যকারী ক্লাব (Helping Club) নামক একটি সংস্থা পরিত্যাক্ত হয়ে পড়ে থাকা লালমোহন পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম এর কার্যক্রম শুরু করা লক্ষ্যে লালমোহন পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম এর ভিতরে ময়লা আবর্জনা পরিস্কার করার কাজ শুরু করে।
স্বেচ্চাসেবী সংগঠন সাহায্যকারী ক্লাব এর কর্মকর্তারা লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহ আজিজ এবং লালমোহন থানার অফিসার্স ইনর্চার্জ জনাব জনাব মো: সিরাজুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন। লালমোহন পাবলিক লাইব্রেরীর কার্যক্রম শুরু ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার্স ইনর্চার্জ সাহায্যকারী ক্লাব (Helping Club)কে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন বলে জানান সাহায্যকারী ক্লাব এর উপদেষ্ঠা মোঃ জাকির হোসেন জুয়েল। উপদেষ্টা জুয়েল বলেন, যত সীগ্র সম্ভব আমরা ৩৫ বছর বন্ধ থাকা লালমোহন পাবলিক লাইব্রেরী যতদ্রুত সম্ভব চালু করার চেষ্টা করছি। সাহায্যকারী ক্লাব এর সভাপতি বিশাল মাহমুদ বলেন, লালমোহন পাবলিক লাইব্রেরীটি লালমোহন থানার মোড়ে দীর্ঘ ৩৫ বছর বন্ধ ছিল অথচ এটা চাল করার কোন প্রকার ব্যবস্থা কেউ নেয় নাই, বিষয়টা সত্যিই দুঃখজনক। আমারা সাহায্যকারী ক্লাবের সদস্যরা চেষ্টা করছি, প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে লালমোহন পাবলিক লাইব্রেরী চালু করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ এর আলাপকালে তিনি জানান, ৩৫ বছর বন্ধ থাকা লালমোহন পাবলিক লাইব্রেরী চালুর ব্যাপারে আমি লাইব্রেরীর জন্য টেবিল চেয়ার এবং বইয়ের ব্যবস্থা করছি। ভোলা জেলা পরিষদ হতে ১ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করা হয়েছে। তিনি বলেন, আশা করছি আগামী ২/৩ মাসের মধ্যে লালমোহন পাবলিক লাইব্রেরী চালু করা সম্ভব হবে।#