Tuesday, July 1, 2025
Homeআইন-আদালত২০ বছরের বেশি সময় ভোগ করা ৫৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে সরকার

২০ বছরের বেশি সময় ভোগ করা ৫৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে সরকার

বর্তমান সরকার কারাগারে ২০ বছরের বেশি সময় ধরে সাজা ভোগ করা ৫৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিয়েছে । সোমবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশে বলা হয়, সদাশয় সরকার বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তি দিয়েছে। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

আদেশে উল্লেখ করা হয়, এ বন্দিরা ইতোমধ্যে দণ্ডিত হয়ে রেয়াতসহ ২০ বছরের অধিক সময় কারাভোগ করেছেন। আদেশের ভিত্তিতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বন্দিদের মুক্তির প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারা বিধি ৫৬৯ অনুযায়ী ‘২০ বছর নিয়ম’ (টুয়েন্টিন ইয়ারস রুল) এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার এই সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, আইন অনুযায়ী, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর সাজা ভোগ করেন, তারা বিশেষ বিবেচনায় মুক্তির জন্য বিবেচিত হন। সরকারের এই সিদ্ধান্তকে ‘মানবিক উদ্যোগ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য