Tuesday, August 12, 2025
Homeঅপরাধ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার


নরসিংদী প্রতিনিধি :
অপহরণের পাঁচ দিন পর নরসিংদীর রায়পুরায় শিশু ইয়ামিনের (৮) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার উত্তর বাখরনগর গ্রামের একটি ডোবার পাড়ের ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ইয়ামিন উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে ওই গ্রামের মধ্যপাড়ার প্রবাসী মো. জামান মিয়ার ছেলে।

নিহতের মা শামসুন্নাহার যুগান্তরকে জানান, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ছেলেকে বাড়িতে রেখে ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান। দুপুরে বাড়িতে ফিরে ছেলেকে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মাইকিং করা হয়।
তিনি জানান, ওই দিনই তার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিছু টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া হয়। শুক্রবার সকালে ইয়ামিনকে ফেরত দেওয়ার কথা ছিল। সকালে বাড়ির অদূরে একটি ধানক্ষেতে তার অর্ধগলিত লাশ পাওয়া যায়।

গত ১ ডিসেম্বর শিশু ইয়ামিনকে অপহরণের অভিযোগে রায়পুরা থানায় মামলা করেন শামসুন্নাহার।

রায়পুরা থানার ওসি গোবিন্দ সরকার জানান, অপহরণ মামলার পর তদন্ত চলছিল। আজ সকালে শিশুটির লাশ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য