Saturday, August 9, 2025
Homeআইন-আদালতহেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেফতার

হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী গ্রেফতার

এবার হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার নেতা হলেন হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী।ডিবির ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী জোনের ডিসি মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার সফর ঘিরে সারা দেশে হেফাজত তাণ্ডব, জ্বালাও-পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় স্বশরীরে উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী আসামি হিসেবে এই নেতার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য