Wednesday, July 2, 2025
Homeআন্তর্জাতিকহাওয়াই অঙ্গরাজ্যে জিততে যাচ্ছেন বাইডেন

হাওয়াই অঙ্গরাজ্যে জিততে যাচ্ছেন বাইডেন

হাওয়াই রাজ্যে জিততে চলেছেন জো বাইডেন। ১৯৫৯ সালে রাজ্যটি হওয়ার পর থেকে এখানে মাত্র দু বার রিপাবলিকান প্রার্থী জিততে পেরেছিল। এ রাজ্যে ইলেক্টোরাল ভোট আছে চারটি।

বাংলাদেশ সময় বুধবার বিকাল পৌনে ৪টা পর্যন্ত যে কয়টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে, তাতে ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোট। এখনও সাতটি রাজ্যের ফল ঘোষণা করা হয়নি।

৮৭ ইলেকটোরাল কলেজ ভোটের ফল ঘোষণা বাকি। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফল ঘোষণা এখনো বাকি আছে।

উইসকনসিনে ১০টি ইলেকটোরাল ভোট রয়েছে। সেখানে ৯৭ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে জো বাইডেন এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য