Friday, November 14, 2025
Homeদূর্ঘটনাসিলেট ওসমানী মেডিকেল কলেজের সীমানায় পানি

সিলেট ওসমানী মেডিকেল কলেজের সীমানায় পানি

উজান থেকে নেমে আসা পানি এবং বারি বৃষ্টিপাতের কারনে সিলেটে বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে পানি ডুকেছে। এই সময়ে হাসপাতালে কোন রোগী মৃত্যুবরণ করা ব্যক্তিদের লাশ দাফন করা নিয়েও নানা দুর্ভোগে পড়েছেন স্বজনরা। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজের এক চিকিৎসক তার ফেসবুক টাইমলাইনে বলেন, ‘আমার ইউনিটে একটু আগে একজন রোগী মারা গেলো। বাড়িঘর পানিতে ডুবে আছে। রাস্তায় গাড়িও পাচ্ছে না। (লাশ) বাড়ি নিয়ে যাবে কিভাবে? কবরই বা দেবে কীভাবে? আল্লাহ রহম করো। সিলেট বাসী একদিকে যেমন পানিতে কষ্ট পাচ্ছে, অপর দিকে দৈনিক খেটে থাওয়া মানুষ অর্থ কষ্টে দীন যাপন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য