Friday, August 1, 2025
Homeবাংলাদেশসিলেটে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিলেটে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে আপন ভাতিজিকে (১৮) ধর্ষণের অভিযোগে আবদুর রশীদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি (দক্ষিণপাড়া) গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজার আরামবাগ আবাসিক এলাকার আক্তার মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশীদকে আটক ও ভিকটিম তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ শনিবার সকালে তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় অভিযুক্ত চাচাকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রায় দু’মাস আগে তরুণী তার ভাইয়ের বিয়েতে গোলাপগঞ্জের গ্রামের বাড়িতে গেলে রশীদ তাকে ধর্ষণ করেন। ফের গতকাল শুক্রবার দিবাগত রাতে তরুণীর ফুফুর বিশ্বনাথ উপজেলা সদরের বাসায় আসেন চাচা আবদুর রশিদ। সেখানে রাত ১২টার দিকে কল রেকর্ড শোনানোর কথা বলে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করেন রশীদ।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা জানান, ‘গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম তরুণীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য