Sunday, August 10, 2025
Homeআইন-আদালতসাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে

আওয়ামী সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।

এর আগে বুধবার (২৫ জুন) মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারও আগে রোববার (২২ জুন) প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি রকিব উদ্দিন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

এই মামলায় অন্যান্যদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারি, একে এম শহীদুল হককেও আসামি করা হয়েছে। মামলায় অভিযুক্ত আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২২ জুন রাজধানীর উত্তরার বাসা থেকে ‘মব’ এর মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে হেনস্থার অভিযোগ ওঠে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য