Sunday, August 3, 2025
Homeদেশগ্রামসাবেক এমপির ডামি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সাবেক এমপির ডামি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে সাবেক এমপির ডামি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৪টি আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। 
এ সময় সাবেক এমপি আমানুর রহমান খান রানার সহধমনী ফরিদা রহমান খানের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
এতে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ফরিদা রহমানের স্বামী  সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আমানুর রহমান খান  রানা বলেন যদিও আমার ডামি প্রার্থী হিসাবে তাকে রাখা। যাতে আমার মনোনয়নপত্র বাতিল হলে তাকে নিয়ে ঘাটাইলবাসীর জন্য ভোট যুদ্ধে মাঠে থাকতে পারি। এখনতো আমারট টিকে গেল।

তারপরও আমার সহধমনীর জন্য আপিল করবো। এটা দেখার জন্য যে দৈবচয়নের কথা জানলাম সেটা সঠিক থাকার কথা। তারপর ত মনোনয়নপত্র প্রত্যাহার করার ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। তখন না হয় সিদ্ধান্ত নিবো।
প্রথম দিন মনোনয়নপত্র বাছাই করা আসনগুলো হলো টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এবং টাঙ্গাইল-৪ (কালিহাতী)। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য