গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সাজাপ্রাপ্তসহ তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান রেন্টু হাওলাদারকে (৪৫) শনিবার রাত ১০টার দিকে মুকসুদপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তিনি দায়রা মামলা নং ৩৭৮/১৯ সাজাপ্রাপ্ত আসামি এবং চেক জালিয়াতিসহ দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে মুকসুদপুর পৌর এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে একটি মামলার সাজাপ্রাপ্তসহ তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান রেন্টু হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাহাবুবুর রহমান রেন্টু হাওলাদার উপজেলার রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি তপারকান্দি গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে।





















