Monday, August 11, 2025
Homeদেশগ্রামসাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করাঃ এমপি শাওন

সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করাঃ এমপি শাওন


জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে সাংবাদিকদের সাথে ইংরেজি নববর্ষের  শুভেচ্ছা বিনিময় করেছেন  ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি শাওন বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। তাদের মাধ্যমে দেশের উন্নয়নসহ সকল প্রকারের খবর মানুষ জানতে পারে। তাই সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড গুরুত্ব সহকারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং এরই মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।  
প্রেসক্লাবের সভাপতির আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আলোচনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি এসবি মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বী, সদস্য মিজানুর রহমান লিপু ও জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ। শুভেচ্ছা বিনিময়ে লালমোহন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য