Sunday, December 14, 2025
Homeবাংলাদেশসর্বোচ্চ ৫০ শতাংশ লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

সর্বোচ্চ ৫০ শতাংশ লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চ ভাড়া বাড়ছে। বেড়ে কত হবে, তা নির্ধারণে গঠিত ওয়ার্কিং কমিটি আটটি ধাপ রেখে প্রস্তাব জমা দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ে।

প্রস্তাবে ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে বলা হয়েছে।

এ বিষয়ে কমিটির সদস্য সচিব বিআইডব্লিউটিএ পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, সব কিছু বিবেচনা করে বর্তমান পরিস্থিতিতে আট ধরনের ভাড়ার হার প্রস্তাব করা হয়েছে। সেগুলো হলো— ১৯.৫%, ২২%, ২৫%, ৩০%, ৩৫%, ৪০%, ৪২% কিংবা ৫০% । এই প্রস্তাব সচিবের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তিনটি বিষয় পর্যালোচনা করে এই ধাপগুলো তৈরি করা হয়েছে।

সে হিসাবে ১৯ দশমিক ৫ শতাংশ ভাড়া বৃদ্ধি পেলে প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া বাড়বে ৪৫ পয়সা। ২২ শতাংশে বাড়বে ৫১ পয়সা, ২৫ শতাংশে ৫৭ পয়সা, ৩০ শতাংশে ৬৯ পয়সা, ৩৫ শতাংশে ৮০ পয়সা, ৪০ শতাংশে ৯২ পয়সা, ৪২ শতাংশে ৯৬ পয়সা আর ৫০ শতাংশ হলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১ টাকা ১৫ পয়সা।

এমন প্রস্তাবনার বিষয়ে রফিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহণের ভাড়া বেড়েছে ২২ শতাংশ, তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৪২ শতাংশ আর মালিক সমিতি ৫০ শতাংশ দাবি করেছে। এই তিন বিষয় পর্যালোচনা করে এ ধাপগুলো তৈরি করা হয়েছে।

এখন সরকার এই ৮ ধাপের একটিকে উপযুক্ত মনে করে গ্রহণ করে গেজেট প্রকাশ করবে বলে জানান ওয়ার্কিং কমিটির এ সদস্য সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য